ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়ায় পারের অপেক্ষায় আড়াই শতাধিক ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
পাটুরিয়ায় পারের অপেক্ষায় আড়াই শতাধিক ট্রাক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারের অপক্ষোয় রয়েছে প্রায় আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বাংলানিউকে বিষয়টি জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পাটুরিয়া দুই ট্রাক ট্রার্মিনালে দেড় শতাধিক পণ্য বোঝাই ট্রাক ও পাটুরিয়া সংযোগ মোড়ে শতাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম বাংলানিউজকে বলেন,পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় আমাদের দুই ট্রাক টার্মিনালে দেড় শতাধিক পণ্য বোঝাই ট্রাক ও সংযোগ মোড়ে কিছু ট্রাক আটকিয়ে আছে। বর্তমানে ১৫টি ফেরি এ নৌরুটে চলাচল করছে আশা করছি দুপুরের ভেতর সকল পণ্য বোঝাই ট্রাক পার করতে পারবো।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।