ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
বনানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় সেতু ভবনের পাশে ছুরিকাঘাতে মনির হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

মনির নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি পূর্ব নাখালপাড়া এলাকায় থাকতেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ফজল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে সেতু ভবনের উত্তর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কে বা কারা মনিরকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

মনির আদাবরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে এখনো জানা যায়নি। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।