ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও ট্রলি সংঘর্ষে হোসেন আহম্মদ (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাতে লক্ষ্মীপুর পৌরসভার বেড়ির মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হোসেন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিল হোসেন। পথে বেড়ির মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রলি চালককে আটক করে পুলিশে সৌপর্দ করে। তবে চালকের নাম জানা সম্ভব হয়নি।

নিহত হোসেনের চাচাতো ভাই মো. ইব্রাহিম জানান, হোসেন ১৪ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন।  

সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই হোসেনের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় ট্রলি চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।