শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
শরিফুল সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মোটরসাইকেলে ফেরি করে বিভিন্ন দোকানে বেকারির মালামাল সরবরাহ করতেন।
কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, ওই যুবকের গলার নিচে দু’টি ও চোয়ালে আরও দু’টি ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
ইউজি/আরবি/