ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে কুপিয়ে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
কেশবপুরে কুপিয়ে যুবক খুন

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

শরিফুল সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মোটরসাইকেলে ফেরি করে বিভিন্ন দোকানে বেকারির মালামাল সরবরাহ করতেন।

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, ওই যুবকের গলার নিচে দু’টি ও চোয়ালে আরও দু’টি ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।