বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন বিষয়টি জানালে শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে নির্দিষ্ট এলাকায় জনসমাগম কমেছে। নিজেদের সতর্কতা স্বরূপ অপ্রয়োজনে বাইরে যাচ্ছেন না অনেকেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার চারটি এলাকাতে ইতালি প্রবাসীদের সংখ্যা বেশি থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনসমাগম কমেছে। নিজেদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অপ্রয়োজনে কেউ বাইরে আসছে না বলে খবর পাওয়া গেছে। এছাড়া ওই সব এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য আর ওষুধের দোকান ছাড়া অন্য সব ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
শিবচরের পাঁচ্চর এলাকার তামিম ইসমাইল নামের এক যুবক জানান, আগে প্রয়োজন ছাড়াও বাইরে ঘোরাঘুরি করলেও এখন তা করছি না। নিজে এবং পরিবারকে সতর্ক রাখছি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জন-সমাগম এড়াতে যেখানে সেখানে অবাধ বিচরণ ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলাটিতে প্রবাসী রয়েছে প্রায় পাঁচ হাজারের মতো। এদের মধ্যে ছয়শত প্রবাসী বাড়ি এসেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিতে যেহেতু শিবচর করোনা ঝুঁকিতে রয়েছে তাই বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসী নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এনটি