ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
কালিয়াকৈরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় বাসের নিচে চাপা পড়ে কায়েস আহমেদ (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কায়েস গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, সকালে মোটরসাইকেলে করে মৌচাকের দিকে আসছিলেন কায়েসসহ দু’জন। মোটরসাইকেলের পেছনে একটি ব্যাগ নিয়ে বসেছিলেন কায়েস। পথে হরিণহাটি এলাকায় পৌঁছালে একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের পেছনে থাকা পড়ে যান তিনি। এ সময় ওই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২০ 
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।