ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
ভারতীয় নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন

ঢাকা: করোনা ভাইরাস এড়াতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। 

শুক্রবার (২০ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আমরা বাংলাদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

আমাদের হেল্পলাইনগুলো সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। আমরা সবাইকে করোনা ভাইরাস নিয়ে পরামর্শ মেনে চলা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ও সামাজিক দূরত্ব পর্যবেক্ষণ করতে অনুরোধ করছি। আপনার কর্মকাণ্ড চারপাশের লোককে প্রভাবিত করে। নিরাপদে থাকুন। সুরক্ষিত রাখুন।

কোভিড-১৯ নিয়ে ভারতীয় হাইকমিশনে হেল্পলাইন খোলা হয়েছে। হেল্পলাইন নম্বর ০০ ৮৮০ ২৫৫০৬৭৩৭১, ০০৮৮০ ২৫৫০৬৭৩৭২।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।