ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় প্রেসক্লাবের সব কার্যক্রম বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
জাতীয় প্রেসক্লাবের সব কার্যক্রম বন্ধ

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আগামী ৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবার বিকেল থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রেসক্লাবের সব কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় জাতীয় প্রেসক্লাব মিলনায়তন, ক্যান্টিন ও মিডিয়া সেন্টার বন্ধ থাকবে। প্রেসক্লাবের নিজস্ব কর্মী ছাড়া প্রেসক্লাবের সদস্য এবং বাইরের কেউ প্রেসক্লাবে প্রবেশ করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।