শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাতীয় জাদুঘরের কীপার (জনশিক্ষা বিভাগ) ড. শিহাব শাহরিয়ার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলার জন্য দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় জাদুঘর।
দর্শনার্থীদের জন্য জাদুঘর কবে পুনরায় উন্মুক্ত করা হবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করা হলে তা পরে জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনা ভাইরাসের কারণে দেশের প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পর্যটক ও দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। দেশে করোনা ভাইরাসের প্রকোপ হওয়ার কারণে জনস্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় দেশের সব প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর বন্ধ ঘোষণা করা হয় বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এইচএমএস/আরবি/