শুক্রবার (২০ মার্চ) দুপুরে বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূলক কুমার মণ্ডল।
তিনি বলেন, করোনার অজুহাতে কেজিতে চালের দাম সাড়ে ৩ টাকা বেশি রাখা ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে শেখ অ্যান্ড সন্স এন্টারপ্রাইজকে ৫০০০ হাজার টাকা, লিটন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও সবজি ব্যবসায়ীকে ১০০০ টাকা (মোট ২৬ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়েছে।
এসময় বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। বাজার সহনশীল পর্যায়ে রাখতে মনিটরিংসহ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ