ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
বেনাপোল বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল (যশোর): বেনাপোল বাজারে সবজি, চাল ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে দাম বেশি রাখার প্রমাণ পেয়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূলক কুমার মণ্ডল।
 
তিনি বলেন, করোনার অজুহাতে কেজিতে চালের দাম সাড়ে ৩ টাকা বেশি রাখা ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে শেখ অ্যান্ড সন্স এন্টারপ্রাইজকে ৫০০০ হাজার টাকা, লিটন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও সবজি ব্যবসায়ীকে ১০০০ টাকা (মোট ২৬ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়েছে।

 

এসময় বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। বাজার সহনশীল পর্যায়ে রাখতে মনিটরিংসহ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।