শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় উপজেলার সালগ্রাম এলাকায় নিহত শ্রাবনির বাড়ির মাটির দোতলা ঘর থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্রাবনি সৌদি প্রবাসী ফারুক হোসেনের মেয়ে ও আদমদীঘি গালর্স স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে শ্রাবনি এবং তার মায়ের সম্পর্ক ভালো যাচ্ছিল না। শুক্রবার সকাল ৯টায় তার মা তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে যান। এসময় তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থা ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শ্রাবনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এসময় তার পড়ার টেবিলে একটি চিরকুট পাওয়া যায়।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
বাংলাদশে সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এইচএডি/