ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারের ৭ উপজেলায় ‘হোম কোয়ারেন্টিনে’ ৩১৭ জন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
মৌলভীবাজারের ৭ উপজেলায় ‘হোম কোয়ারেন্টিনে’ ৩১৭ জন

মৌলভীবাজার: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজারের সাত উপজেলায় ৩১৭ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ বাংলানিউজকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অর্থ্যাৎ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১০১ জনকে ‘হোম কোয়ারেন্টিন’ এর আওতায় আনা হয়েছে।

তউহীদ আহমদ জানান, সদর উপজেলা ৬৫ জন ও জুড়ি উপজেলায় ১৯ জনসহ মোট সাত উপজেলায় ৩১৭ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার নির্দশনা দেওয়া হয়েছে।

ওনারা বেশির ভাগই বিদেশ থেকে অতি সম্প্রতি দেশে ফিরেছেন। বাকি যারা আছেন বিদেশফেরতদের আত্মীয়-স্বজন।
 
তিনি আরও বলেন, ‘হোম কোয়ারেন্টিনে’ থাকাদের মধ্যে দুজনকে করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা করা হয়েছে। একজনের নিগেটিভ এসেছে। অপরজনের ফলাফল এখনও আমাদের হাতে আসেনি।
 
‘হোম কোয়ারেন্টিন’ শুনেই ভয় পাওয়ার কিছু নেই। এটি সবচেয়ে কার্যকর ধাপ ভাইরাস সংক্রমণ রোধে, সুস্থ ব্যক্তির শরীরে যাতে ভাইরাস সংক্রমণ না হতে পারে এ জন্য একজনের কাছ থেকে আরেকজন আলাদা থাকা। কমপক্ষে এক মিটার বা তিন ফুট দূরত্ব বজায় রাখা-যোগ করেন তউহীদ আহমদ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।