শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল মোমিন আলেকজান্ডার বাজারের একটি দোকানকে এক লাখ টাকা ও সুফিরহাট বাজারের অন্য একটি মুদি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন বলেন, বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মুদি দোকানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এসআর/এবি