ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় হোম কোয়ারেন্টিন না মানায় এক ব্যক্তিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
সিংড়ায় হোম কোয়ারেন্টিন না মানায় এক ব্যক্তিকে জরিমানা

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় হোম কোয়ারেন্টিন না মানায় এনামুল হক (৪০) নামে বিদেশফেরত এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এনামুল উপজেলার কলম সুর্যপুর গ্রামের বাসিন্দা।

তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

ইউএনও নাসরিন বানু বাংলানিউজকে জানান, এনামুল হক নামে ওই ব্যক্তি গত ১৩ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। কিন্ত তিনি কোয়ারেন্টিনে না থেকে নিজ বাড়িতে অবস্থান করে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন।  

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে হোম কোয়ারেন্টিনে না থাকার অপরাধে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকারের নির্দেশনা মোতাবেক তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়।

ইউএনও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে তার উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বিদেশফেরত কোনো ব্যক্তি হোম কোয়ারেন্টিনে আছেন কিনা তা মনিটরিং করা হচ্ছে। কেউ সরকারি আদেশ অমান্য করলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।