ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জনসমাগম ঠেকাতে দ্বিতীয় দিনের মতো সড়কে র‍্যাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
জনসমাগম ঠেকাতে দ্বিতীয় দিনের মতো সড়কে র‍্যাব

নারায়ণগঞ্জ: জনসমাগম ঠেকাতে নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও শিমরাইল এলাকায় অবস্থান নিয়ে একসঙ্গে চলাফেরা এবং কাজ ছাড়া বাড়ির বাইরে বের না হতে অনুরোধ করে মাইকিং করা হয়।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বাংলানিউজকে জানান, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে জনসমাগম যেন হতে দেওয়া না হয় সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা রয়েছে।

আমরা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কেন্দ্রীয় নির্দেশনা মেনে বেশি মানুষ যেন একসঙ্গে না হয় সে বিষয়ে সচেতন করতে মাঠে রয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

মানুষকে কোনো কাজ ছাড়া বাইরে না থাকতে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা মনে করি নারায়ণগঞ্জবাসী সচেতন এবং তারা এ নির্দেশনা মেনে চলবেন।

এসময় র‍্যাব-১১ এর সহকারী পুলিশ নাজমুল হাসানসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।