ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কোয়ারেন্টিন অমান্য: রূপগঞ্জে শ্বশুরসহ প্রবাসীকে দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
কোয়ারেন্টিন অমান্য: রূপগঞ্জে শ্বশুরসহ প্রবাসীকে দণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হোম কোয়ারেন্টিনের নিয়ম না মানায় করোনা সন্দেহে এক ইতালি প্রবাসীকে আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। একইসঙ্গে ইতালিফেরত ওই ব্যক্তির শ্বশুর তমিজ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ইতালিফেরত প্রবাসীকে আইসোলেশনে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি তার শ্বশুরকে অর্থদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, গত ৬ দিন আগে এক ইতালি প্রবাসী দেশে ফেরার পর রূপসী এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।

এরপর থেকেই তিনি ওই বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে স্থানীয়দের কাছে জানতে পেরে প্রশাসনের লোকজন ওই বাড়িতে গিয়ে ইতালি ফেরত প্রবাসীকে একটি আলাদা রুমে রাখতে বলে। ঢাকা থেকে আইইডিসিআরের লোকজন এসে ওই প্রবাসীর স্বাস্থ্য পরীক্ষা করবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।