শুক্রবার (২০ মার্চ) দুপুরে বরিশাল নগর ও জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ জনকে কারাদণ্ড এবং ২ লাখ ৬১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বরিশাল নগরের ফরিয়াপট্টিতে বাজার মনিটরিংয়ের সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়কারী তিনটি দোকানে মূল্য তালিকা না থাকা এবং অধিক দামে দ্রব্য বিক্রয়ের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদর বাস স্ট্যান্ড, খয়রাবাদ বাজার ও বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জন ব্যবসায়ীকে ৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বে টরকী বাজার ও গৌরনদী বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দের নেতৃত্বে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের নেতৃত্বে ঈদগাহ বাজার, ধামুরা ও ইচলাদি বাজারে অভিযান চালিয়ে ৫ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মুলাদী নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ৫শ টাকা জরিমানা করা হয়।
বাবুগঞ্জ উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খানের নেতৃত্বে বাবুগঞ্জ ও রহমতপুর বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, পেঁয়াজের মূল্য বেশি নেওয়া ও পাটের ব্যাগ ব্যবহার না করায় ৭ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের নেতৃত্বে গৈলা বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি এসব অভিযানে চলমান করোনাভাইরাস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং অন্যায্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনভর অভিযানে বরিশাল নগর এবং জেলার ৫টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এমএস/এইচএডি/