উপজেলা প্রশাসন শুক্রবার (২০ মার্চ) অভিযান চালিয়ে এসব অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
সকাল থেকে সৈয়দপুরে প্রশাসনের পক্ষ থেকে করোনা সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
বিকেলে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার সৈয়দপুরে অবস্থিত বিনোদন পার্ক রংধনু, থিমপার্ক, পাতাকুঁড়ি পার্ক ও তামান্না সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন।
পরিমল কুমার সরকার বলেন, পার্ক ও সিনেমা হলে জনসমাগম বেশি হয়। এছাড়াও সৈয়দপুরে অভ্যন্তরীণ বিমানবন্দর থাকায় প্রচুর বিদেশি যাত্রী আসা-যাওয়া করেন। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে বিদেশ থেকে আসা ৯ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছি। তারা এসেছেন ইতালি, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কঙ্গো, ব্রুনাই ও ভারত থেকে। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ