ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে করোনা ভাইরাসের প্রতিষেধক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
খাগড়াছড়িতে করোনা ভাইরাসের প্রতিষেধক!

খাগড়াছড়ি: বিশ্ব এখন প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণে ভারাক্রান্ত। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজারের কাছাকাছি। আক্রান্ত হয়েছেন আড়াই লাখেরও বেশি। বিজ্ঞানীরা করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে না পারলেও খাগড়াছড়িতে এক চিকিৎসক বিক্রি করছেন করোনার প্রতিষেধক । এ ওষুধ বিক্রি চলছিলো রীতিমতো বিজ্ঞাপন দিয়ে!

বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্মান হোমিও হল নামের ওই প্রতিষ্ঠানের করোনা ভাইরাসের ওষুধ বিক্রি নিয়ে চলছিল আলোচনা। এরইমধ্যে শুক্রবার (২০ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত হানা দেয় প্রতিষ্ঠানটিতে।

এসময় প্রতিষ্ঠানটির মালিক ও চিকিৎসক ডা. সমীরণ চৌধুরীকে আর্থিক জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।

জার্মান হোমিও হলের প্রচার করা ওই বিজ্ঞাপনে বলা হয়, প্রতিমাসে একবার করে তিনমাস ওষুধটি সেবন করতে হবে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, এ রোগের প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। অথচ তার ওষুধ বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এবার আর্থিক জরিমানার পাশাপাশি সতর্ক করা হলো।

এর আগে ভ্রাম্যমাণ আদালত বাজারে দ্রব্যমূল্যের দাম মনিটরিং করে এবং বিভিন্ন দোকানকে পণ্যের দাম বেশি রাখার কারণে জরিমানা করা হয়।

অন্যদিকে করোনা ভাইরাস আতঙ্কে জেলার মাটিরাঙ্গা উপজেলায় হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযানে চালের অবৈধ মজুদ করে সংকট তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীর চারটি গুদাম সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে চড়া মূল্যে চাল বিক্রি করার দায়ে ৪ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে এ অভিযান চালানো হয়। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।