ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লোক সমাগমের নিষেধ না মেনে বিয়ের আয়োজনে সিলেটে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
লোক সমাগমের নিষেধ না মেনে বিয়ের আয়োজনে সিলেটে জরিমানা সিলেটে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

সিলেট: করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিস্থিতিতে লোক সমাগমের নিষেধ না মেনে বিয়ের আয়োজন করায় সিলেটের কোম্পানিগঞ্জে বর-কনে উভয়পক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) কোম্পানিগঞ্জের শীলের ভাঙা নদী তীরে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উভয় পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষায় জনসমাগম নিষিদ্ধ হলেও বিয়ের আয়োজন করায় বর-কনে উভয়পক্ষকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এনইউ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।