শুক্রবার (২০ মার্চ) উপজেলার বর্মি ইউনিয়নের বড়মা দক্ষিণ পাড়ায় প্রবাসী মনসুর ও রতকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফিন।
করোনা ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য জনসমাগমে নিষেধাজ্ঞা থাকলেও ওই গ্রামে প্রায় ৫০০ মানুষের আয়োজন করে একটি সুন্নতে খতনার অনুষ্ঠান করা হচ্ছে বলে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের ফোন নম্বরে অভিযোগ জানান স্থানীয়রা।
ইউএনও আরেফিন বাংলানিউজকে বলেন, সম্প্রতি বিদেশফেরত দুই প্রবাসী মনসুর ও রতন তাদের আত্মীয় শরিফুলের ছেলের সুন্নতে খতনার আয়োজন করেন। এতে প্রায় ৫০০ মানুষের জনসমাগম হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
'অভিযোগ পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টদের মাধ্যমে জনসমাগম করে অনুষ্ঠান না করার জন্য অনুরোধ জানাই। কিন্তু তারা মানেনি। ' জুমার নামাজের পর ঘটনাস্থলে গিয়ে ব্যাপক মানুষের সমাগম দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ডবিধির ২৬৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, করোনা আতঙ্কে স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজের দাম বেশি রাখায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে বলেও জানান ইউএনও আরেফিন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এমআইএইচ/ওএইচ