ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

করোনা সন্দেহে শেবাচিম হাসপাতালে যুবক ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
করোনা সন্দেহে শেবাচিম হাসপাতালে যুবক ভর্তি

বরিশাল: বরিশালে করোনা সন্দেহে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক যুবককে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে ওই যুবককে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।  

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, বেলা ১১টা ৩৫ মিনিটে মো. শহীদুল ইসলাম (২৪) নামে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর থেকে এক রোগীকে তার স্বজনরা গলাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

এরপর তাকে নাক-কান-গলা বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা সমস্যা শোনার পর করোনা সন্দেহে করোনা ইউনিটে স্থানান্তর করেন।  

রোগী শহিদুল ও তার ভাই সাংবাদিকদের জানান, ঢাকার একটি খাবারের দোকানে কাজ করতেন তিনি। ডাল-পুরির দোকান হওয়ায় সেখানে সমাজের সাধারণ মানুষের যাতায়াত ছিল। গলাব্যথা বেশি হওয়ায় তিনদিন আগে গ্রামের বাড়ি চলে আসেন তিনি। অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।