শুক্রবার (২০ মার্চ)দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এ জরিমানা করেন।
তিনি জানান, প্রতিষ্ঠানটি একই ফ্রিজের মধ্যে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ করে রাখার দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩এর ৩৫ ধারা মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মানিকগঞ্জে দুধবাজার এলাকায় বাজার মনিটরিং অভিযানে চালের দাম অতিরিক্ত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা, মেয়াদ ও এক্সপোর্ট লেবেলবিহীন কসমেটিকস রাখার দায়ে সকাল-সন্ধ্যা কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম আলাদা আলাদাভাবে বাজার মনিটরিং করেন।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ