শুক্রবার (২০ মার্চ) দুপুরের পর থেকে পঞ্চগড় জেলা সদরসহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলায় এ মাইকিং চালানো হয়।
এসময় মাইকিং এর মাধ্যমে সবাইকে করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান করা হয়।
এছাড়া বিদেশফেরত ব্যক্তি ও তাদের সংস্পর্শে আসা সবাইকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয়। যদি কেউ প্রশাসনের এ নির্দেশ অমান্য করে তবে তাদের বিরুদ্ধে আইন অমান্য করার অপরাধে ৬ মাসের কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী বাংলানিউজকে জানান, জেলার মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং করোনা মোকাবিলায় আমরা এ প্রচারণা চালাচ্ছি। যদি কেউ আইন অমান্য করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ