ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় বিয়ে বন্ধ, কনের বাবাকে ৭ দিনের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
সাটুরিয়ায় বিয়ে বন্ধ, কনের বাবাকে ৭ দিনের জেল

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় গণজমায়েত করে বিয়ের আয়োজন করায় দায়ে কনের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা গ্রামের মো. ফরমান আলী।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, করোন ভাইরাসরোধে আমরা ইতোমধ্যে যেকোন ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছি। এ ব্যাপারে মাইকিং করা হচ্ছে। জন প্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে ২টি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও শুক্রবার গণজমায়েত করে উত্তর কাউন্নারা গ্রামের ফরমান আলী মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিয়ের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।