ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মুখোশধারীদের ছুরিকাঘাতে আহত খাদ্যমন্ত্রীর মেয়ে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
মুখোশধারীদের ছুরিকাঘাতে আহত খাদ্যমন্ত্রীর মেয়ে

তিনজন মুখোশধারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন বাংলাদেশ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কৃষ্ণা রুপা মজুমদার। 

শুক্রবার (২০ মার্চ) কৃষ্ণা রুপা মজুমদার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্ত পালিয়ে যান বলেও জানান তিনি।

বর্তমানে রাজধানীর মিন্টু রোডে বাবার বাসাতে অবস্থান করছেন তিনি।  

ছুরিকাঘাতের ঘটনা কোথায় এবং কখন হয়েছে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কৃষ্ণা রুপা মজুমদার। তবে তিনি দাবি করেন, এই হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল।

গত বছরের মার্চে কৃষ্ণা মজুমদার রুপার স্বামী এবং বিএসএমএমইউ’র ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকার মারা যান। রাত ১২টা পর্যন্ত একটি হাসপাতালে রোগীর অস্ত্রোপচার করে ইন্দিরা রোডের বাসায় যান রাজন। এরপর ভোর ৪টার দিকে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে রাজনকে তার পরিবারের লোকজন স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। তবে রাজনের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।