শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে শাহাবদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার গোবিন্দপুর গ্রামের সন্তোশের ছেলে শ্যামল, গোদাগাড়ীর মাহবুবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী ও একই উপজেলার উজানপাড়া এলাকার তাইজুলের ছেলে হৃদয়।
অন্যদিকে, আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে সোহাগ আলী ও নগরীর রায়পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে মোসাদ্দেক আলী। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে শাহাবদিপুর এলাকায় বিপরীত দিক থেকে আশা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে শ্যামল, হৃদয় ও আলীর মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, রামেক হাসপাতালে পৌঁছানোর পর ৩ জনের মৃত্যু হয়। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসএস/জেআইএম