ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে ভুয়া ডাক্তারসহ ১১ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
রাজাপুরে ভুয়া ডাক্তারসহ ১১ জনের জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে তিন ভুয়া ডাক্তারসহ ১১ জনকে নানা অনিয়মের কারণে বিভিন্ন অংকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার মনোহরপুর ও সদরের বাইপাস মোড় এলাকা থেকে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ওই ১১ জনকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেয়।

শুক্রবার (২০ মার্চ) রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ইউএনও মো: সোহাগ হাওলাদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিন ভুয়া ডাক্তারের জনপ্রতি ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা, দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জনপ্রতি ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

অন্যদিকে একই রাতে রাজাপুর থানা পুলিশের হাতে আটককৃত নিন্মমানের খাদ্যপণ্য ও প্রসাধনী বিক্রয়কারী ৬ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২১ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করলে ভোক্তা অধিকার আইনে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানাসহ লিখিত অঙ্গীকারনামা রেখে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২০

এমএস/ইইউডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।