ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে নতুন করে হোম কোয়ারেন্টিনে ৩০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
নাটোরে নতুন করে হোম কোয়ারেন্টিনে ৩০ জন

নাটোর: একদিনের ব্যবধানে নাটোর জেলায় নতুন করে আরও ৩০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ফলে এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে অবস্থানরতদের সংখ্যা দাঁড়ালো মোট ৫০ জন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে নাটোর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গত ২৪ ঘণ্টার ব্যবধানে বিদেশ ফেরত আরও ৩০ জন ব্যক্তিকে নতুন করে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

এছাড়া আগের ২৭ জনের মধ্যে মেয়াদ পার হওয়ায় ৭ জনকে রিলিজ দেওয়া হয়েছে।

এনিয়ে বর্তমানে জেলায় ৫০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে নাটোরের সিংড়ায় হোম কোয়ারেন্টিন না মানার দায়ে বিদেশ ফেরত ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।