ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লা ও পাগলায় চার দোকানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ফতুল্লা ও পাগলায় চার দোকানকে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও পাগলা বাজারের চার দোকানকে ৪৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে পৃথকভাবে চার দোকান থেকে জরিমানার টাকা আদায় করা হয়।

শুক্রবার (২০ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ইউএনও নাহিদা বারিক জানান, করোনা ভাইরাসের আতঙ্ক দেখিয়ে অনেক দোকান মালিক অতিরিক্ত টাকা আদায় করছিল।

এর মধ্যে ফতুল্লা বাজারে একটি ও পাগলা বাজারের ৩টি দোকানকে ৪৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
ইইউডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।