শুক্রবার (২০ মার্চ) র্যাব-১০ অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক দু’জন হলেন, রুবি আক্তার (৩৫) এবং মোমেনা খাতুন (৪০)।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তর যাত্রাবাড়ীর ফারুক সরকারের খাবার হোটেলের সামনে অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা, দু’টি মোবাইল, একটি ভ্যানিটি ব্যাগ ও একটি হ্যান্ড পার্টস জব্দ করা হয়।
তিনি বলেন, আটক আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে কক্সবাজার জেলা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এমএমআই/জেআইএম