নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণেই লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ রাখা হয়েছে।
তিথি অনুযায়ী, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে ৩১ মার্চ বিকেল ৫টা থেকে শুরু হয়ে পরদিন ১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত স্নানের কথা ছিল।
ভক্তদের বিশ্বাস মতে তিথির নির্দিষ্ট সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এ স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয়।
বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ইইউডি/জেআইএম