ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় দু’টি শুটার গানসহ ডাকাত গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
উল্লাপাড়ায় দু’টি শুটার গানসহ ডাকাত গ্রেফতার 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে দেশে তৈরি দু’টি ওয়ান শুটার গানসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও অস্ত্র বিক্রেতা আব্দুল মতিনকে (৪৮) গ্রেফতার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। 

শুক্রবার (২০ মার্চ) রাতে উপজেলার নেওরগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মতিন ওই গ্রামের মৃত দুলাল প্রামাণিকের ছেলে।

 

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, গোপন সংবাদে ভিত্তিতে নেওরগাছা গ্রামের জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দু’টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়৷ 

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার আব্দুল মতিন আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ইইউডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।