শুক্রবার (২০ মার্চ) রাতে উপজেলার নেওরগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মতিন ওই গ্রামের মৃত দুলাল প্রামাণিকের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, গোপন সংবাদে ভিত্তিতে নেওরগাছা গ্রামের জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দু’টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়৷
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার আব্দুল মতিন আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ইইউডি/আরএ