ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ওয়াজ মাহফিল বন্ধ, কমিনিউটি সেন্টারকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ফতুল্লায় ওয়াজ মাহফিল বন্ধ, কমিনিউটি সেন্টারকে অর্থদণ্ড

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জের ফতুল্লার পৃথক দু’টি এলাকায় ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে। একইসঙ্গে একটি বিয়ের অনুষ্ঠান করায় কমিউনিটি সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

ইউএনও নাহিদা বারিক জানান, করোনার বিস্তাররোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর।

সরকারের এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে একটি কমিনিউটি সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ওই অনুষ্ঠানে আসা সব অতিথিকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতন করাসহ সরকারের দিক নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এদিন উপজেলার কাশিপুর ইউনিউনের পৃথক দুটি এলাকায় চলা ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ইইউডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।