পিরোজপুর: পিরোজপুরে হোম কোয়ারেন্টিনে না থাকায় এক প্রবাসীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ খালিদ ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে জানান, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা এলাকার এক মরিশাস প্রবাসী গত ২দিন আগে এলাকায় আসেন ও তার নিজ এলাকায় প্রাকাশ্যে ঘোরাফেরা করছিলেন।
এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। এসময় সরকারি নির্দেশ অমান্য করে হোম কোয়ারেন্টিনে না থাকার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।