ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

করোনা নিয়ে বিতর্ক: সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
করোনা নিয়ে বিতর্ক: সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী: রাজবাড়ীতে করোনা ভাইরাস নিয়ে বিতর্কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লাবলু (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। 

শনিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার ভবদিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লাবলু সদর উপজেলার ভবদিয়া গ্রামের মৃত ওয়াকিল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আহতরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।