ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ

লক্ষ্মীপুর: করোনা ভাইরাসের সংক্রমণরোধে লক্ষ্মীপুরের রামগতি ‍উপজেলা সদর আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ মার্চ) রাতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোমিন সচেতনতামূলক এক চিঠিতে এ নির্দেশ দিয়েছেন।

এতে বলা হয়েছে, সম্মানিত রামগতিবাসী ও পর্যটকবৃন্দ সতর্ক থাকুন।

অনুগ্রহ করে আলেকজান্ডার মেঘনা বিচে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করবেন না।  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, এসময় শিক্ষার্থীরা নিরাপদে ঘরে অবস্থান করবে, বাইরে বেড়ানো বা কোচিং করা যাবে না। সব স্বাস্থ্য সতর্কতা মেনে চলুন। নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদে থাকতে সহায়তা করুন।

জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার মেঘনা নদীর তীর একটি আকর্ষণীয় স্থান। প্রতিদিনই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে এলাকাটি। করোনা ভাইরাসের সংক্রমণরোধে মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।