শুক্রবার (২০ মার্চ) দিনগত রাতে ইতালির মিলান সিটির নিগোয়ারদা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার (২১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী।
গোলাম মাওলা উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোডের ইরা আলী চৌধুরী বাড়ির ছেলে ছিলেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সর্দি কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন। পরে হাসপাতালে ভর্তি হলে শেষের দিকে তার করোনা ভাইরাস শনাক্ত হয়।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
আরএ