ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ইতালিতে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ইতালিতে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

নোয়াখালী: ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোলাম মাওলা (৫৯) নামে  এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

শুক্রবার (২০ মার্চ) দিনগত রাতে ইতালির মিলান সিটির নিগোয়ারদা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (২১ মার্চ) সকালে বিষয়টি  নিশ্চিত করেন উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী।

গোলাম মাওলা উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোডের ইরা আলী চৌধুরী বাড়ির ছেলে ছিলেন।
 
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সর্দি কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন। পরে হাসপাতালে ভর্তি হলে শেষের দিকে তার করোনা ভাইরাস শনাক্ত হয়।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।