শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় রাজধানীর ওই কেন্দ্রগুলোতে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
এসব কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরুর আধাঘণ্টা পর্যন্ত ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
পান্থপথের লেক সার্কাস উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা গেছে যায়, কেন্দ্রটিতে ছয়টি পুরুষ ও পাঁচটি নারীসহ মোট ১১টি বুথ রয়েছে। এ কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ৫০১ জন ও নারী ভোটার ২ হাজার ১৬৩ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ কেন্দ্রে মোট ভোট পড়েছে মাত্র দু’টি। একটি পুরুষ ভোটারের ও অপরটি একটি বুথে দায়িত্বরত এক নারী পোলিং এজেন্টের।
এ সময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক নারী পোলিং এজেন্ট বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাস আতঙ্কে কেন্দ্রেটিতে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে ভোট সবার নাগরিক অধিকার। তাই সবার ভোট দিতে আসা উচিত বলে মনে করেন তিনি।
এদিকে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলছে। এ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে তিনি নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি এ আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসএমএকে/আরআইএস/