বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস হতে বাঁচতে ও অন্যকে বাঁচাতে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া জরুরি। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে সমাগমসহ সব জায়গায় সভা, সমাবেশ নিষিদ্ধ করেছে।
এরই প্রেক্ষিতে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১ মার্চ তারিখ পর্যন্ত ভক্ত, অনুরক্ত, আশেক ও ভ্রমণ পিপাসুদের কুতুব শরীফ দরবারে আগমন শিথিল করা হয়েছে। দরবার কর্তৃপক্ষ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভক্তদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসি/টিসি