ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

পাবনা: পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল আলিম ওরফে কালু (৩৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুই পুলিশ সদস্য। 

শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খয়েরবাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। কালু উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলী কসাইয়ের ছেলে ও এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের সময় খয়েরবাগান এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল মাদকবিক্রেতা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলি বিনিময়ের একপর্যায়ে মাদকবিক্রেতারা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আলিম ওরফে কালুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় আহত সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।