ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চীন থেকে করোনার কিটস ও মেডিক্যাল ইকুইপমেন্ট আসছে: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
চীন থেকে করোনার কিটস ও মেডিক্যাল ইকুইপমেন্ট আসছে: ড. মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, চীন থেকে কিটস আসছে। করোনা টেস্টের জন্য ১০ হাজার কিটস আর ১০ হাজার মেডিক্যাল ইকুইপমেন্ট যেকোনো সময় চাটার্ড প্লেনে দেশে পৌঁছাবে। বেসরকারি কোম্পানিও মেডিক্যাল ইকুইপমেন্ট আনবে।

শনিবার ( ২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চারটি দেশ ছাড়া সব দেশের বিমান রুট বন্ধ থাকবে।

যে চারটি দেশের সঙ্গে প্লেন চলবে সেগুলো হলো- যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চীন। আর মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, বাহারাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ভারত, কুয়েতসহ ১০টি দেশে আগামী ৩১ মার্চ পর্যন্ত প্লেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

‘বিদেশ থেকে কেউ ফিরলেই তাকে কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে। এটা বাধ্যতামূলক। ’

পররাষ্ট্রমন্ত্রী বিদেশে থাকা প্রবাসীদের বাংলাদেশ সফর এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে মেয়াদ বাড়াবে বিভিন্ন দেশ, দুঃশ্চিন্তার কারণ নেই। পররাষ্ট্র, স্বাস্থ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জরুরি সার্ভিসের ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।