বিভিন্ন দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রাণহানির মধ্যে কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
করোনা ভাইরাসের মাধ্যমে ছড়ানো কোভিড-১৯ এর মতো ছোঁয়াছে রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়লে তখন কোয়ারেন্টিন বা সঙ্গনিরোধ বা নির্দিষ্ট সময়ে আলাদা থাকার নিয়ম রয়েছে।
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগের কারণে বাংলাদেশে ১৭ জন আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে। আর গোটা বিশ্বের দেড়শ’র বেশি দেশে ছড়ানো এ রোগে মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের।
এ পরিস্থিতি বিদেশে থাকা কর্মীদের জন্য কোয়ারেন্টিন নিয়ে সম্প্রতি জারি করা নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর বা সংস্থার যেসব কর্মকর্তা বিদেশে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণে অথবা উচ্চ শিক্ষার জন্য প্রেষণ বা অধ্যয়নজনিত ছুটিতে আছেন, তাদের অবস্থানরত দেশের করোনা ভাইরাস সংক্রান্ত কোয়ারেন্টিন নীতিমালা অনুসরণ করে চলাফেরা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে বৈদেশিক প্রশিক্ষণ বা উচ্চ শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে দিকনির্দেশনা বা মতামত প্রয়োজন হলে দেশের কর্মকর্তাদের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগের জন্যও বলা হয়েছে।
বিদেশ প্রশিক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব মু ইকরামুল ইসলাম (ft@mopa.gov.bd) ও মুহম্মদ আব্দুল হাই মিল্টন (ft2@mopa.gov.bd)।
এছাড়া ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য (স্ট্রেনদেনিং গর্ভনমেন্ট থ্রো ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব দ্য বিসিএস ক্যাডার অফিসিয়ালস, ফেইজ-২) বিসিএস ক্যাডারের করর্মকর্তারা পরিকল্পনা-২ শাখার উপসচিব এস এম আব্দুল্লাহ আল মামুনের (pcell2@mopa.gov.bd) সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এছাড়া সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এমআইএইচ/আরবি/