শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়নগরের ধানদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর বসন্তপুর গ্রামের নুর ইসলামের মোড়লের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, ইটভাটার মাটি বহনকারী ট্রাকটি মাটি নিয়ে ভাটার দিকে যাওয়ার সময় একটি ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলি উল্টে চালক মাটির ট্রাকের চাকার নিচে পড়ে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় ট্রলি চালক আলমগীরকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এনটি