শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। লায়েছ একই গ্রামের ফুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ১০টার দিকে নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন লায়েছ। এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লায়েছ নামে যুবকের মৃত্যু খবর পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস