ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

করোনা প্রতিরোধে কমলনগরে পুলিশের লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
করোনা প্রতিরোধে কমলনগরে পুলিশের লিফলেট বিতরণ লক্ষ্মীপুরে পুলিশের করোনা বিষয়ে সচেতনতামূলক লিফলেট। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশ বাস, লেগুনা এবং সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন গণপরিবহণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন গণপরিবহণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার পুলিশ সদস্যদের নিয়ে লিফলেট বিতরণ করেন।  

তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে গণপরিবহণ ও পথচারীদের মধ্যে লিফলেট দেওয়া হচ্ছে।

জনগুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন হাট-বাজারে মাইকিং করা হচ্ছে। মানুষের কল্যাণে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।