শনিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম, স্থানীয় বাসিন্দা কবির আলম, খন্দকার শাহআলী, কাজী বসির, আক্তার হাজারী প্রমুখ।
বক্তারা বলেন, প্রাণঘাতী ‘করোনা ভাইরাস’র আতঙ্কে সারা দেশ আতঙ্কিত। তবে ঘাটুরা গ্রামবাসী তার চেয়ে বেশি আতঙ্ক নিয়ে দিন যাপন করছে। কারণ মাদকবিক্রি, চোরাই গ্যাস বাণিজ্য ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সুহিলপুর ইউপি সদস্য মহসিন খন্দকার। এমনকি তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) কাছে আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই ইউপি সদস্যের বিচারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
অভিযোগের ব্যাপারে অভিযুক্ত ওই ইউপি সদস্যর মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া এসপি আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, এলাকাবাসীর অভিযোগ আমরা পর্যালোচনা করছি। অভিযুক্ত ওই ইউপি সদস্য মহসিনের নামে মামলা চলমান। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস