করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শনিবার (২১ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক আদেশে এ অধিবেশন স্থগিত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের এ বিশেষ অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার বেলা ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেওয়ার কথা ছিল। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশনের ওপর সাধারণ আলোচনার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সংসদ।
গত ৩ মার্চ রাষ্ট্রপতি সংসদের এ বিশেষ অধিবেশন আহ্বান করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছিলেন।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শনিবার সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিশেষ অধিবেশনের আগে জাতীয় সংসদ সদস্যদের ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নেওয়া হয়েছিল। গত শুক্রবার (২০ মার্চ) এ কর্মসূচিও স্থগিত করে জাতীয় সংসদ।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসকে/আরবি/