ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রলি উল্টে ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
কুষ্টিয়ায় ট্রলি উল্টে ২ শ্রমিক নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে ট্রলি খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে ওই ইউনিয়নের নান্দিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের বামুনগ্রাম এলাকার সুলতান মণ্ডলের ছেলে আজিজুল হক (৩৫) ও একই এলাকার লুৎফর মণ্ডলের ছেলে আব্দুর রশিদ (৩০)।

আহতরা হলেন- বামুনগ্রাম এলাকার খয়বার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২) ও আক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৪)। এরা দু’জনই গুরুত্বর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস বাংলানিউজকে জানান, ইটভাটার মাটি কাটার জন্য সকালে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি কয়েকজন শ্রমিক নিয়ে যাচ্ছিল। পথে নান্দিয়া মোড়ে এলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলিচাপায় রশিদ নিহত হন এবং গুরুত্বর আহত হন তিন শ্রমিক আজিজুল, শরিফুল ও আনোয়ার।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। অন্য দু’জন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।