ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ফেরি-বলগেটের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
করিমগঞ্জে ফেরি-বলগেটের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী ফেরির সঙ্গে বলগেটের সংঘর্ষে সাজ্জাদ হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুতারপাড়া এলাকায় ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন উপজেলার দক্ষিণ সুতারপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে উপজেলার সুতারপাড়া এলাকায় ধনু নদীতে একটি ফেরি পারাপারের সময় একটি বলগেটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফেরিটি ডুবে যায়। এসময় ফেরিতে থাকা একজন নারীসহ পাঁচজন যাত্রী আহত হন। তবে কিশোর সাজ্জাদ নিখোঁজ হয়। পরে স্থানীয় ডুবুরিরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় কিশোর সাজ্জাদকে উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।